রাজ্য

লেবার রুমে প্রসূতির পাশে থাকবে প্রিয়জন, নয়া নির্দেশিকা জারি

এনএফবি, কলকাতাঃ

প্রসবকালীন সময়ে প্রসূতির পাশে থাকতে পারবেন মা অথবা স্বামী। নয়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের। রাজ্য সরকারের এই উদ্যগের নাম দেওয়া হয়েছে ‘প্রসব সাথী’।
জানা গেছে, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এমনকী প্রসবের সময় লেবার রুমেও উপস্থিত থাকতে পারবেন অন্তবঃসত্তার আত্মীয়। মা এবং মাতৃস্থানীয়া কোন একজন থাকতে পারবেন সঙ্গে। তবে প্রসূতি যদি চান লেবার রুমে তাঁর সবামীও থাকতে পারবেন। সেক্ষেত্রে অনান্য প্রসূতির গোপনীয়তা দিকে নজর রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আরও পড়ুনঃ গোরক্ষপুরে চ্যালেঞ্জের মুখে যোগী
উল্লেখ্য, এতদিন লেবার রুমে প্রসূতির পাশে চিকিৎসক নার্সরা ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি ছিল না। তবে বিদেশে এবংরাজ্যের কিছু বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলত। এবার থেকে নয়া নির্দেশিকায় সরকারি হাসপাতাল মাতৃসদন এমনকী জেলা স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এই মিলবে।তবে সিজার পদ্ধতি প্রসবের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।
প্রসবের সময়ে শারীরিক দেখভালের পাশাপাশি প্রয়োজন হয় মানসিক জোরের। আশা-আশঙ্কার দোলাচোলে এবার প্রিয়জনকে পাশে পাবেন নতুন হবু মায়েরা।