রাজ্য

বঙ্গ বিজেপিতে রদবদলের সম্ভাবনা, দিল্লি যাচ্ছে শুভেন্দু – সুকান্তরা

এনএফবি, কলকাতাঃ

বিজেপির রাজ্য কমিটিতেও বেশ কিছু রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর। ২০১৯ এর লোকসভা ভোটের সফল টিমকেই ২০২৪ এ বেশি করে কাজে লাগাতে চাইছেন বিজেপির দিল্লি বাহিনী। তাই ফের বঙ্গবিজেপির সংগঠনে বড়সড় রদবদল হতে পারে বলে জোর জল্পনা শুরু গেরুয়া শিবিরে। আগামী ১১ আগস্ট দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মত নেতারা। শোনা যাচ্ছে রাজ্য সভাপতি হতে পারেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হতে পারে বালুরঘাটের বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে লকেটের। আগামী ২৩’র পঞ্চায়েত ভোট ও ২৪’র লোকসভা ভোটের আগে সাংগঠনিক শক্তি বাড়াতে বঙ্গ বিজেপির অন্দরে আমূল বদল আনতে পারে গেরুয়া শিবির বলেই অনুমান।