ক্রীড়া

হায়দ্রাবাদ ম্যাচে আত্মতুষ্টি চান না বাংলার কোচ অরুণ লাল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বারোদা ম্যাচ জিতে রঞ্জি অভিযান শুরু করেছে টিম বেঙ্গল। তবে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে দলে আত্মতুষ্টি চান না বাংলার অরুণ লাল। দলের আবহাওয়া নিয়ে অরুণ লালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দুরন্ত জয়ের পর সবাই খুশি। সকলে কঠিন পরিস্থিতিতে নিজেদের চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে। তবে আমি বলেছি জয় নিয়ে আত্মতুষ্টির কোনও জায়গা নেই আমাদের। রঞ্জিতে সব ম্যাচ কঠিন। আগামী তিন ম্যাচের মধ্যে, একটি ম্যাচে বাজে কিছু ঘটে গেলে লড়াইয়ে ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে।”

বরোদা ম্যাচে বাংলার বোলাররা ২০ উইকেট নেওয়ার পর অরুণ লাল নিজের বোলিং লাইনআপকে ঘরোয়া ক্রিকেটে ভারতসেরা বলেছিলেন। কিন্তু ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে চিন্তিত তিনি। কারণ বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা ৮৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে অরুণ লাল বলেন, “অবশ্যই আমি চিন্তিত। ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে। আমাদের ব্যাটাররা ট্যালেন্টেড, ব্যাটিং লাইন-আপেও যথেষ্ট গভীরতা আছে। কিন্তু সেভাবে খেলতে পারছি না। সিনিয়র প্লেয়ার থেকে ভারতীয় প্লেয়ার সবাই আছে দলে। কিন্তু যেভাবে ব্যাটিং করার কথা, সেভাবে করতে পারছি না। কিন্তু ৩৫০ রান তাড়া করে জিতেছি। ফলে আমরা জানি যে, আমরা করতে পারি।”