ক্রীড়া

ফের রঞ্জি ফাইনালে বাংলা

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

রবিবার ইন্দোরে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারায় মনোজ তিওয়ারির দল। তিন বছর পর রঞ্জির ফাইনালে বাংলা। শেষবার ২০১৯-২০ মরশুমে ফাইনালে উঠেছিলেন লক্ষ্মীরতন শুক্লারা। কিন্তু সৌরাষ্ট্রের কাছে হেরে রানার্স তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবার সেই বদলের হাতছানি বাংলার সামনে। ফাইনালে আবার সৌরাষ্ট্রের মুখোমুখি হতে পারেন মনোজরা।‌ তাও আবার ঘরের মাঠে। অন্য সেমিফাইনালে সৌরাষ্ট্র কর্ণাটককে হারালেই রঞ্জি ফাইনাল হবে ইডেনে।

পরিস্থিতি যা তাতে সেটা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও ম্যাচের সেরা আকাশ দীপ। মোট ছয় উইকেট নেন বাংলার পেসার। ১৯৮৯-৯০ মরশুমে শেষবার রঞ্জি জিতেছিল বাংলা। ৩৩ বছর পর জয়ের হাতছানি মনোজদের সামনে। এই নিয়ে পরপর তিনবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠে বাংলা। এরপর মধ্যপ্রদেশকে হেলায় হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে।

সেমিতে প্রথমে ব্যাট করে ৪৩৮ রান তোলে মনোজ তিওয়ারির দল। শতরান করেন অনুষ্টুপ মজুমদার (১২০) এবং সুদীপ ঘরামি (১১২)। অর্ধশতরান করেন অভিষেক পোড়েল (৫১)। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭০ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রদেশ। আবার বল হাতে বিধ্বংসী আকাশ দীপ। নেন পাঁচ উইকেট। মধ্যপ্রদেশের হয়ে সর্বোচ্চ রান সারাংশ জৈনের (৬৫)। প্রথম ইনিংসের শেষে ২৬৮ রানে লিড নেয় বাংলা। কিন্তু মধ্যপ্রদেশকে ফলো অন করাননি মনোজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। আম্পায়ারের ভুলের জন্য শতরান হাতছাড়া হয় অনুষ্টুপের। ৮০ রান করে আউট হন। রান পাননি বাংলার নেতা। শেষদিকে মারকুটে ইনিংস প্রদীপ্ত প্রামাণিকের। ৬০ রানে অপরাজিত থাকেন। ২৭৯ রানে থামে বাংলার দ্বিতীয় ইনিংস। ব্যাটের পর বল হাতেও বিধ্বংসী প্রদীপ্ত। ৫১ রানে তুলে নেন ৫ উইকেট। একমাত্র রজত পতিদার (৫২) ছাড়া কোনও ব্যাটার বড় রান পায়নি। মধ্যাহ্নভোজের কিছুক্ষণ পরই ২৪১ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। গতবছর তাঁদের কাছে হেরেই শেষ চার থেকে বিদায় নিয়েছিল বাংলা। এবার মধুর প্রতিশোধ মনোজদের। বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেনে ফাইনাল খেলবে বঙ্গ ব্রিগেড।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।