ক্রীড়া

ভারতীয় দলে বাংলার অল রাউন্ডার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অপেক্ষার অবসান। অবশেষে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার অল রাউন্ডার শাহবাজ আহমেদ। অনেক দিন ধরে ভারতীয় দলের সঙ্গে থাকলেও সুযোগ আসছিল না। অবশেষে সেই সুযোগ এলো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রাঁচিতে দলে এলেন তিনি। শিখর ধাওয়ানের থেকে টুপি নিলেন। ভিন রাজ্যের এই ক্রিকেটার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেই হোক অথবা আরসিবির হয়ে আইপিএলে, শাহবাজ আহমেদ মাঠে নেমে কখনও চূড়ান্ত ব্যর্থ হননি। ব্যাট হাতে অথবা বল হাতে, সব সময় দলের পারফর্ম্যান্সে নিজের অবদান রাখেন তিনি। তাঁর ধারাবাহিকতার দিকে তাকিয়েই শাহবাজকে ভারতীয় স্কোয়াডে ঢুকিয়ে দেন জাতীয় নির্বাচকরা।

প্রথমে ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে জিম্বাবোয়ে সফরের ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছিলেন শাহবাজ। তবে মাঠে নামার সুযোগ পাননি। এবার রোহিত-কোহলিদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভারতীয় স্কোয়াডে জায়গা পান শাহবাজ। যদিও লখনউের প্রথম ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।