ভাইজান আসছেন ইস্টবেঙ্গলে
অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
মাঠে যতই খারাপ পারফরম্যান্স থাকুক, মাঠের বাইরে চমক দিতে ইস্টবেঙ্গল কর্তারা কোনও কিছুই বাদ দিচ্ছেন না।
বলিউড সুপারস্টার সলমন খান আসছেন কলকাতায়। ১৩ মে হবে বিশেষ শো। জানা গেছে, লাল হলুদ প্রাঙ্গনে উপস্থিত থাকবেন টাইগার। যেহেতু এই সুপারস্টারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, সে কারণে নিরাপত্তা ব্যবস্থা হবে অত্যন্ত কড়া। এমনটাই খবর ক্লাব সূত্রে। কথাবার্তা অনেকটাই এগিয়েছে।
আসলে ২০২০ সালে ডিসেম্বর মাসে লাল হলুদের শতবর্ষর অনুষ্ঠানে ইস্টবেঙ্গলে আসার কথা ছিল বলিউড সুপার স্টারের। কিন্তু করোনা মহামারীর জন্য সেটা সম্ভব হয়নি। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে সমর্থকদের। এর আগে বলিউড বাদশা শাহরুখ খানও এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। এবার আসছেন ভাইজান।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।