ক্রীড়া

ইডেন আর সৌরভকে নিয়ে ফের আবেগ প্রবণ ভাজ্জি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কলকাতার ইডেন গার্ডেন্স তার জানে সবকিছু। ২০০১ সালে ঐতিহাসিক ইডেন টেস্টে স্টিভওয়ার অশ্বমেধ ঘোড়া অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল সৌরভের ভারত। আর তার প্রধান কারিগর ছিলেন হরভজন সিং। তার হ্যাটট্রিকের সৌজন্যে অজিদের হারায় ভারত। সেই শুরু এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টেও ভারতের জয়ের কারিগর ভাজ্জি। আর অধিনায়ক সৌরভের প্রশংসা তো হরভজনের মুখে সর্বত্র। খেলা ছেড়ে দিলেও ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনারের আবেগ রয়েছে। সেটা ফের একবার প্রমান হলো। এদিন ক্রিকেটের নন্দন কাননের প্রতি ভালোবাসা একবার প্রকাশ করলেন তিনি।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত লেজেন্ডস লিগ ক্রিকেটের বিশেষ প্রদর্শনী ম্যাচে ইন্ডিয়া মহারাজাস দলের হয়ে নামেন হরভজন । ভাজ্জি ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি তুলে নেন বিপক্ষ দলের অধিনায়ক জ্যাক কালিসের উইকেট। এই ম্যাচে জ্যাক কালিসের দলকে হারিয়ে দেয় ভাজ্জির দল। ম্যাচের শেষে তিনি জানালেন ‘এটা বোধহয় ইডেন এফেক্টের জন্য। ইডেন আমাকে কখনও খালি হাতে ফেরায়নি। সেকারণেই এখানে ফিরে এসে ভালো লাগছে।তার উপর এই ম্যাচ জেতার ভালো লাগা রয়েছে।’

সৌরভের কাছ থেকে ম্যাচ জয়ের ট্রফি সংগ্রহের অনুরোধ জানান হরভজন। সর্দার বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে এই ট্রফি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ, দাদার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে।’

এছাড়া ভাজ্জি জানালেন, আমরা খেলা ছেড়ে দিয়েছি ভয় লাগছিল হাত বোলিং করার সময় কোথাও ঘুরে না যায়। কারণ আমরা এখন বেশিরভাগ সময় মাইক্রোফোনেই থাকি। মুরলী, কালিস এদের মত তারকাদের সঙ্গে খেলে। এই ম্যাচ গুলো আরও প্রতিযোগিতা মূলক হোক এটাই চাইবো।’

YouTube player

শুক্রবার রাতে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারায় বীরেন্দ্র শেহবাগের দল। ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারতের প্রাক্তনীদের নিয়ে গড়া দল। ৩৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। তারমধ্যে রয়েছে ৫টি চার এবং ২টি ছয়। শেষদিকে নেমে ধুন্ধুমার ব্যাটিং আরেক পাঠান ভাইয়ের। তিনটে ছক্কা হাঁকান। ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন ইরফান। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ওয়ার্ল্ড জায়ান্টস।দুই পাঠানের যুগলবন্দিতে ৪ উইকেট খুইয়ে ১৮.৪ ওভারেই জয়সূচক রানে পৌঁছে যায় ইন্ডিয়া মহারাজাস। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা পঙ্কজ সিং।

১৯৯৬ বিশ্বকাপে যা হয়নি এবার সেই জিনিস হলো। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো ভেস্তে গিয়েছিল। কিন্তু এদিন দারুন রঙে সেজে লেজার শো হলো। না খেললেও এদিন মধ্যমণি ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় খেলা দেখলেন গ্যালারিতে বসে। উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল আর তার স্ত্রী বুলবুল।আজ ইডেনে নামবে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস ও বীরেন্দ্র শেহবাগের গুজরাট জায়ান্টস।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।