স্থানীয়

বিবেক চেতনা উৎসব মিছিল বালুরঘাটে

এনএফবি,বালুরঘাটঃ

১২ জানুয়ারি আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস। সেই উপলক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে।

এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার যুব কল্যাণ ও ক্রীড়া দফতর ও বালুরঘাট রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। সম্পূর্ণ কোভিড সর্তকতা মেনে আজকের এই মিছিলের আয়োজন করে বালুরঘাট পুরসভা। পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে বিবেক চেতনা উৎসব পালিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ, অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বেজ, দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি কালেক্টর ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বপন কুমার পাত্র সহ অন্যান্যরা। এদিন সম্পূর্ণ কোভিড সর্তকতা মেনে বিবেক চেতনা উৎসব উদযাপন করে জেলা প্রশাসন।