আত্রাই নদী থেকে ফের প্রমাণ সাইজের বোয়াল! দেখতে ভিড় স্থানীয়দের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

ফের আত্রাই নদী থেকে দশ কেজি ওজনের বোয়াল মাছ পাওয়ায় চাঞ্চল্য বালুরঘাটে। ৪ মার্চের পর ফের বুধবার সন্ধ্যায়।
জানা যায়, এ দিন রাত আটটা নাগাদ বালুরঘাটের বাসিন্দা সঞ্জিত মজুমদার আত্রাই নদীর চকভৃগু ব্রীজ এলাকায় এই মাছটি ধরেন। এই মাছ দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। এই ঘটনার পর ফের আত্রাই নদীর সুস্বাদু বোয়াল মাছের আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেও এই নদী থেকে রাইখোর, বাঘা আইর, আইর বোয়াল-সহ বিভিন্ন সুস্বাদু মাছ উঠত। কিন্তু বর্তমানে নদী হারিয়েছে তার গতি। কমেছে জল। প্রতিবেশি বাংলাদেশে নদীর যে অংশ প্রবাহিত তার ওপর তারা রবার ড্রাম তৈরি করায় এই নদীর জল বহুলাংশে কমে গেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।