জেলা

ট্রাফিক সিগন্যালেই লরির ধাক্কা বাইক আরোহীর মৃত্যু, বিক্ষোভ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

ট্রাফিক সিগনালেই পথ দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা বুনিয়াদপুর শহরে।জানা গেছে, বুধবার আনুমানিক দুপুর একটা নাগাদ ট্রাফিক মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। গুরুতর আহত ওপর বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে।

বিক্ষোভ

পথ দুর্ঘটনার পরই ট্রাফিক ব্যবস্থার গাফিলতির দিকে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। মুহূর্তে বুনিয়াদপুর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক ও বুনিয়াদপুর থেকে মালদাগামী জাতীয় সড়ক সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থার সম্পূর্ণ গাফিলতি এমনই অভিযোগ তুলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন মানুষজন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পুলিশ দেহটি উদ্ধার করে। দেহটিকে প্রথম অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা শুরু করেছে। স্থানীয়দের দাবি বুনিয়াদপুর শহরের ট্রাফিক ব্যবস্থা আরও মজবুত করা হোক।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।