অনুব্রতকে তীব্র কটাক্ষ বিমানের

এনএফবি,দার্জিলিংঃ

বৃহস্পতিবার দুদিনের উত্তরবঙ্গ সফরে এলেন পলিটব্যুরো সদস্য বিমান বসু৷ এদিন ১টা ৪০ নাগাদ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ” অনুব্রত মন্ডল যার গ্রেফতার আরও আগে হওয়া উচিত ছিল। কারণ সে হয়তো ডকুমেন্ট সরিয়ে ফেলেছে। যে হাত পাকিয়েছে বাজারে মাছ কাটার মধ্য দিয়ে ফলে সে জানে কোনটা করলে কি হয়। আর যিনি শংঙ্খ ঘোষের মতো কবি, তাকে যেভাবে ব্যাঙ্গাক্ত কথা বলেছে এই কল্পনা করা যায় না। কোন লেখা পড়া জানা মানুষ কোন দিন কবি শঙ্খ ঘোষকে আক্রমণ করে কথা বলেনি। কবিতা, প্রবন্ধ লিখতেন সাহিত্য করতেন। যার দেহরক্ষীর নামে প্রায় ২০০কোটি টাকা আছে। স্বাভাবিক ভাবেই অনুব্রত মন্ডল তিনি রেখেছেন। তৃণমূলের জেলা সভাপতি,ব্লক সভাপতি এবং নানান স্তরের নির্বাচিত সদস্য তারা রাজনীতি করছে অর্থ উপার্জনের জন্য তারই প্রমাণ অনুব্রতর গ্রেফতার।” এরপর সড়কপথ দিয়ে সোজা চলে যান জলপাইগুড়ির উদ্দেশ্যে।

নিজস্ব চিত্র