বাইসনের হানা মৃত ১, আহত ৩

এনএফবি, কোচবিহারঃ

বাইসনের হানায় কোচবিহারে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বীরেন বর্মন। বাইসনের আক্রমণে আহত হয়েছেন ওই এলাকারই আরও ৩ জন। ওই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ ও বনকর্মীর আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কোচবিহার ১ নং ব্লকের হাঁড়িভাঙা এলাকায় হানা দেয় দুটি বাইসন। বাইসনের আক্রমণে গুরুতর জখম হন বীরেন বর্মন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় আরও তিন বাসিন্দা গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তির নাম বীরেন বর্মন, আহত তিনজনের নাম প্যানা বর্মন, জবা বর্মন, গুলজার হোসেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে বাইসন দুটিকে উদ্ধার করা হয়। বন দপ্তরের কর্মীরা তাদের নিয়ে গিয়ে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।