জেলা

তৃণমূলকে ক্রিমিনাল পার্টি বলে তুলনা বিজেপির

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

তৃণমূল পার্টি টা হচ্ছে ক্রিমিনাল পার্টি। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরাতে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানায় উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন দলের রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রসঙ্গত ভোট-পরবর্তী হিংসা এখনও পর্যন্ত রাজ্য জুড়ে অব্যাহত, অভিযোগ করছে বিজেপি। বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া, প্রাণ গেছে বহু বিজেপি কর্মীর, পাশাপাশি মহিলা কর্মীদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তবে এই পরিস্থিতির মাঝে যেই সব বিজেপির কার্যকর্তারা এখনও পর্যন্ত ঘর ছাড়া, সেই সব কর্মীদের বাড়ি ফেরাতে এবার তৎপর হয়েছে রাজ্য বিজেপি। শনিবার ভুপতিনগর থানায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, জেলার সভাপতি সুদাম পন্ডিত, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা।

বিজেপির রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

সিপিএমের মতো তারা নিজেরা ঘরে বসে টিভিতে বলেননা, ময়দানে নেমে লড়াই করেন বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। নেত্রীর দাবি, আগামী পঞ্চায়েত ভোটে যদি মানুষ ঠিক মতো ভোট দিতে পারে, তাহলে একটা পঞ্চায়েত তৃণমূল দখল করতে পারবে না।

সোহম চক্রবর্তী, তৃণমূল বিধায়ক।

অন্য দিকে রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মন্তব্যের প্রতিক্রিয়ায় চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী বলেন,”নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমাদের দল চলে, ভোটের আগে তারা যা উচ্চবাচ্য করেছে তাতে তাদের দলের কর্মীরা আসতে চাইছে না। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, আমরা গণতন্ত্রের পূজারী, আমরা যদি খারাপ কাজ করতাম তাহলে হয়তো আগামী দিনে বিজেপির ফ্লেক্স,ফেস্টুন থাকতো না। আমরা নেত্রীর আদর্শ মেনেই রাজনীতি করি।”

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।