জেলাফিচার

বহরমপুর থানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি বিজেপির

এনএফবি,মুর্শিদাবাদঃ

গত সোমবার বহরমপুর থানার মালখানায় বিস্ফোরণ হয়। কী থেকে বিস্ফোরণ হয়েছে তার কিনারা করতে পারেনি পুলিশ। থানার ভিতরে কীসের বিস্ফোরণ হল, পুলিশ কেন এখনও সে সম্পর্কিত তথ্য প্রকাশে ব্যর্থ তা নিয়ে সরব বিরোধীরা।

এবারে বহরমপুর থানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানালো বিজেপির। বুধবার দুপুরে বহরমপুর দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন,”গত কয়েক মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় ও রেল স্টেশনে আক্রমণের ঘটনা ঘটেছে। গত ২ দিন আগে বহরমপুর থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৬০ ঘন্টা পার হয়ে গেলেও বিস্ফোরণের কারণ পুলিশ জানাতে পারেনি। তাই জেলা বিজেপির পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়া হল।”

উক্ত ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। চিকিৎসাধীনও রয়েছেন কয়েকজন। কী থেকে ঘটল এমন ঘটনা তার তদন্তে এখনও অন্ধকারে পুলিশ। যদিও, পুলিশের প্রাথমিক রিপোর্ট ব্যাটারি বিস্ফোরণে ঘটেছে এই ঘটনা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।