জেলা

একশো দিনের কাজের দুর্নীতিতে সরব বিজেপি সাংসদ

এনএফবি,জলপাইগুড়িঃ

বর্তমানে রাজ্যে একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়কে জানতে চাইলে তিনি বলেন, ” জলপাইগুড়ি জেলায় একশো দিনের কাজে ,পুকুর নয় সমুদ্র চুরি হয়েছে, যার ফলেই বন্ধ হয়েছে কেন্দ্রীয় টাকা আসা।”
এই একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে তাকে পুকুর নয় সাগর চুরির সঙ্গে তুলনা করেন বিজেপি সাংসদ।রাজ্যে এবং জলপাইগুড়িতে সম্পূর্ণ বেআইনি ভাবে ছোটো চা বাগানে একশো দিনের কাজ করানো হয়েছে, যেটি সম্পূর্ণ বেআইনি।
তিনি আরো বলেন, ” সম্প্রতি এই কাজের খোঁজ খবর নিতে কেন্দ্রীয় দল তদন্তে এসেছিল, তাদের দেওয়া তথ্যভিত্তিক রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে একশো দিনের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এই জেলা সহ রাজ্যে। এবং রাজ্য সরকার এই প্রকল্পের সঠিক হিসেব দিতে না পারার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ দেওয়া বন্ধ রেখেছে।”