ফাঁসিদেওয়ায় থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ

এনএফবি,দার্জিলিংঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বিজেপি পঞ্চায়েত প্রার্থীর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি বিধায়ক ও বিজেপি নেতাকর্মীদের।

অভিযোগ বিধাননগরের মিলনপল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিজেপির কয়েকজনকে মারধর করে। এরপরেই বিজেপি বিধায়ক ও নেতাকর্মীরা থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু বলেন, দোষীদের গ্রেফতার না হলে বিক্ষোভ চলবে হুঁশিয়ারি দেন তিনি। অপরদিকে ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ বলেন, “বিজেপি সম্পূর্ণ অবান্তর কথা বলছে। বিজেপির এখানে কোন লোকজন নেই। বিজেপি কোন জায়গায় প্রার্থী দিতে পারছে না। তাই বিজেপিকে নিয়ে আমাদের ভাবার কিছু নেই। বিজেপি নিজেদের মধ্যে কেলেঙ্কাকারি করে তৃণমূলের উপর বদনাম দিয়ে দেখাতে চাইছে যদি কিছু জনমত পাওয়া যায়। বিজেপি হাইলাইট হবার জন্য এই রকম করছে।”

নিজস্ব চিত্র