পার্থ চ্যাটার্জীর ডক্টরেট ডিগ্রি বাতিলের দাবিতে ডিআই অফিসে স্মারকলিপি জমা বিজেপির

এনএফবি,কোচবিহারঃ

পাহাড় সমান দুর্নীতি ও পার্থ চ্যাটার্জীর ডক্টরেট ডিগ্রি বাতিল করার দাবি সহ ৯ দফা দাবিতে ডিআই অফিসে স্মারকলিপি দিল বিজেপির টিচার্স সেল। এদিন কোচবিহার জেলায় বিদ্যালয় পরিদর্শকের কাছে এসে তারা বিক্ষোভ দেখান এবং ৫ জনের প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমাদেন।
তাদের দাবি,২০১১ সাল থেকে যেভাবে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে দোষীদের সনাক্ত করে অতি সত্ত্বর শাস্তি দিতে হবে। পাশাপাশি যে পরিমাণ বকেয়া আছে তা অতিদ্রুত মিটিয়ে দিতে হবে, বকেয়া সব ডিএ মিটিয়ে দিতে হবে, শিক্ষক শিক্ষিকাদের ডিএ বিষয়ক বকেয়া মিটিয়ে দিতে হবে। দুর্নীতি মামলায় যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম ইতিহাস বই থেকে তুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে ওই স্মারক লিপি বলে জানা গিয়েছে।