স্থানীয়

নন্দীগ্রামে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করল পদ্মশিবির

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

নন্দীগ্রামে বড় জয় বিজেপির। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে ১১ টি আসন দখল করেছে বিজেপি। মাত্র ১টি আসন গিয়েছে রাজ্য শাসক দলের ঝুলিতে। এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রাম বরাবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় হিসেবে পরিচিত। বিধানসভা নির্বাচনের পর অবশ্য বঙ্গ রাজনীতিতে বড় বদল এসেছে। বিধানসভা ভোট পরবর্তী উপনির্বাচন গুলির অধিকাংশতেই একচেটিয়া দাপট দেখাতে দেখা গিয়েছে রাজ্য শাসক দলকে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ী হয়েছিলে শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূলের তরফে ভোটে কারচুপি করার অভিযোগ উঠেছিল। যদিও সেই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছিল বিজেপি।

সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে – NF Bangla Private Limited (newsfrontbangla.com)

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।