সারনা ধর্ম কোড চালুর দাবিতে অবরোধ, সমস্যায় নিত্যযাত্রীরা

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

মারাং বুরু বাঁচাও এবং সারনা ধর্ম কোড চালু করার দাবিতে শনিবার সকাল ৬টা থেকে রাজ্যের অনান্য জায়গার সঙ্গে খেমাশুলিতেও ‘রেল-রোড চাক্কা জ্যামে’ র ডাক দিয়েছে, ‘আদিবাসী সেঁঙ্গেল অভিযান’।

নিজেদের দাবি আদায়ের জন্য খড়্গপুর গ্রামীণ থানার খেমাশুলিতে ট্রেন ও জাতীয় সড়ক অবরোধ করতে চলেছেন সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খন্ড ও অসম এই পাঁচটি রাজ্যে আজ রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে ঐ আদিবাসী সংগঠনটি।

এই আন্দোলনের জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন নোটিশ জারি করে আটটি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল ও ২টি ট্রেনকে ভিন্ন পথে চালিত করছে। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে, এই খেমাশুলিতেই সড়ক ও রেলপথ অবরুদ্ধ করেছিল আদিবাসী কুড়মি সমাজ। আগামী রবিবার, এই খেমাশুলিতেই এক বিশাল জনসভার ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। তাই আজ ও আগামীকাল সাধারণ যাত্রীরা নানা ভাবে অসুবিধার সম্মুখীন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।