রাস্তার দাবিতে অবরোধ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ।বালুরঘাট ব্লকের গোয়ালদা গ্রাম পঞ্চায়েতের বারান্দা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অকেজো। প্রায় ছয় সাতটি গ্রামের লোকজন এই রাস্তার উপর নির্ভরশীল। পাশাপাশি এই এলাকায় রয়েছে একটি সেতু।

স্থানীয়দের অভিযোগ, ওই সেতুটিও ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে তাই সেতু সংস্কার ও রাস্তার দাবিতে সোমবার সকালে এই এলাকার ৬-৭ টি গ্রামের মানুষজন বারান্দা এলাকায় বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না আমাদের রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে ততক্ষণ আমরা এই পথ অবরোধ চালিয়ে যাব।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।