অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিজয় হাজারেতে তামিলনাড়ুর কাছে লজ্জার হার হারলো বাংলা। এদিন প্রথমে ব্যাট করে ইন্দ্রজিত্-দীনেশ কার্তিক বাংলার বোলার দের উড়িয়ে দেন। ৬৪ রান করেন ইন্দ্রজিত্। দীনেশ কার্তিক আউট হন ৮৭ রানে। ৫০ রান করেন কৌশিক। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান করে তামিলনাড়ু। জবাবে ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। শ্রীবত্স গোস্বামী, অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আহমেদদের কেউই ব্যাটে সে ভাবে রান পাননি। সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক দাস। পরপর দুই ম্যাচ হারের পরে আগামী মুম্বই ম্যাচ কার্যত মরণ বাঁচন বঙ্গ ব্রিগেডের কাছে।