এনএফবি,শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকড়ি বাজারে ঘরের দেওয়াল ভেঙে মাছ চুরি করে পালাল চোর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
আরও পড়ুনঃ প্রয়াত সুভাষ ভৌমিক
জানা গিয়েছে যে এদিন সকালে যখন এক মাছ ব্যবসায়ী দোকান খোলেন। তখন ঘরের ভেতরে ঢুকে দেখেন যে ঘরের দেওয়াল ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে রাখা সমস্ত মাছ চুরি হয়ে গিয়েছে। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নিজস্ব চিত্র
এদিন ওই মাছ ব্যবসায়ী জানিয়েছেন যে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মাছ চুরি গিয়েছে। এই রকম ঘটনা আগে কখনও ঘটেনি এলাকায়। তিনি আর ও জানিয়েছেন যে চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হবে ফাঁসিদেওয়া থানায়।