দেশে কমল দৈনিক সংক্রমণের হার, নতুন করে আক্রান্ত ৬,৫৬৩

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী তুলনামূলক বিচারে রবিবারের চেয়ে নিম্নমুখী দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। মৃত্যু হয়েছে ১৩২ জন রোগীর। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮২ হাজার ২৬৭ জন। গতকাল পর্যন্ত দেশে মোট টিকাকরণ ১৩৭ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার ৩৫৯ জনের।