এনএফবি, শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ির ঠাকুরনগর রেলক্রসিংয়ের কাছে একটি ট্রাকে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গেছে, এদিন ট্রাকটি দাঁড় করিয়ে ট্রাকের চালক একটি দোকানে গিয়েছিল জল আনতে। এরপর চালক ফিরে দেখতে পান যে ট্রাকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আচকাই ট্রাকে আগুন লেগে যায়। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছোয় দমকলের ১টি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইঞ্জিনের গোলযোগের কারণে এই আগুন লাগতে পারে।