এনএফবি, কলকাতাঃ
মঙ্গল বার কলকাতা পুরসভার অষ্টম পুরবোর্ডের নবমতম মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। একই সঙ্গে চেয়ার পার্সন পদে মালা রায়, ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদরাও শপথ নিলেন।
মেয়র হিসাবে শপথ গ্রহন করে ফিরহাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কলকাতা গড়ব। কলকাতার সব স্তরের মানুষের সেবা করবো। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশায় এই বোর্ড গড়েছেন। বেলা ১ টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। ভিড় এড়াতে পুর ভবনের বাইরে প্রধান ফটকে লাগানো হয়েছে এলইডি স্ক্রিন। সেখানে শপথ গ্রহন অনুষ্ঠান দেখানো হয়।