কোভিডের থাবায় দিশেহারা ভবিষ্যৎ প্রজন্ম, সচেতনতা প্রচার ভগবানগোলায়

হাসানুজ্জামান, মুর্শিদাবাদঃ

করোনা কালীন পরিস্থিতিতে স্কুল, কলেজ সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুই বছর বন্ধ থাকায় পড়ুয়াদের কিছু অংশ বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ঘর সংসার পেতে এক বা দুই সন্তানের বাবা মা হয়ে পড়েছে। পড়ুয়ারা স্কুল আসতে বিমুখ, কারণ তারা কিছু না কিছু কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিশেষ করে গ্রাম্য এলাকায় এমন পরিস্থিতির স্বীকার হয়েছে অনেক পড়ুয়া। পরিস্থিতি সামাল দিতে শুরু হয়েছে গ্রামে-গঞ্জে বাল্যবিবাহরোধ সচেতনতা কর্মসূচি। এইরকম এক কর্মসূচি গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করলো বাহাদুরপুর হাই স্কুল। স্কুলের শিক্ষক তথা এনসিসি ট্রেনার অসিম বিশ্বাসের উদ্যোগে, প্রধান শিক্ষকের সহযোগিতায় ও সহ শিক্ষকদের ঐকান্তিক ইচ্ছায় পড়ুয়া ও তাদের অভিভাবকদের মাঝে যথাযথভাবে বাল্যবিবাহের কুফলগুলি তুলে ধরা হয়। অসিম বাবুর কথায়, “এই ভয়ঙ্কর ট্রেন্ড বন্ধ না হলে, ভবিষ্যতে আমাদের সমাজ তথা দেশ চরম অন্ধকারে নিমজ্জিত হবে।”

শেষে প্রায় পঞ্চাশ জন এনসিসি ক্যাডেটদের নিয়ে এলাকাগুলি পথ পরিক্রমা করে স্থানীয়দের সচেতন করা হয়। এই কর্মসূচি আশানুরূপ ফল দেবে বলে মনে করছে বিদ্বজনেরা।

11 thoughts on “কোভিডের থাবায় দিশেহারা ভবিষ্যৎ প্রজন্ম, সচেতনতা প্রচার ভগবানগোলায়

  1. সুন্দর লেখা ।।। একদম বাস্তব অবস্থা আমাদের গ্রামীন এলাকার ।। প্রায় গ্রাম্য শিক্ষার মেরুদন্ড ভেঙে গিয়েছে।।। 😓

Comments are closed.