অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি বিসিসিআইয়ের কাছে জানান যে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে একদিনের সিরিজে খেলবেন না, কারণ তার মেয়ের জন্মদিনে সময় দেবেন। এই খবরে যখন শোরগোল পড়ে যায়, ঠিক তখনই প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন টুইট করেন, যে ‘বিরাট বিশ্রাম নিতেই পারে। কিন্তু এই সময় টা ভালো নয়। এতে দুজনের সম্পর্ক আরও খারাপ হবে।’
এই বিষয়ে আর এক প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার একপ্রকার একহাত নিলেন আজহারকে। এদিন গাভাসকার জানান,”যতক্ষণ না বিরাট ও রোহিত নিজে থেকে কিছু বলছে, ততক্ষণ উভয়কেই বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত। কারণ ওরা দুইজনেই ভারতীয় ক্রিকেটের হয়ে দীর্ঘদিন দারুণ অবদান দিয়েছেন। সঠিক তথ্য প্রমাণ ছাড়া ওদের দিকে আঙুল তোলা আমার অন্তত অনুচিত বলেই মনে হয়। প্রাক্তন প্লেয়ারদেরও ভেবে মন্তব্য করা উচিত।”