এনএফবি ডেস্কঃ
কাকে মাতাল বলা যাবে তা নিয়ে আদালতের অবস্থান স্পষ্ট করল কেরল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এক রায়ে। একই সঙ্গে এই রায়ে বলা হয়েছে, ব্যক্তিগত জায়গায় মদ্যপান কখনই অপরাধ নয়, কিন্তু মদের ঘোরে কোনও ব্যক্তি প্রকাশ্যে মারপিট করলে অবশ্যই তাঁকে গ্রেফতার করা যাবে।
লাইভ ল’ প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, কেরল পুলিশের বিশেষ আইনের ১১৮ (এ) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। থানায় হাজিরার সময় মদ্যপ বা মাতাল ছিলেন অভিযুক্ত। আদালতকে এমনটাই জানিয়েছে কেরল পুলিশ। এই মামলায় বিচারপতি সফি টমাস মদ্যপান এবং মাতলামি প্রসঙ্গে পর্যবেক্ষণ জানিয়ে মামলা খারিজ করে দিয়েছেন।
এই মামলায় মদ্যপ বা মাতলামোর সংজ্ঞা ঠিক করে দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে ব্ল্যাক ল ডিকশনারির প্রসঙ্গ উদ্ধৃত করে বিচারপতি বলেন, “মাদক বা মদ সেবনের পরে সম্পূর্ণ শারীরিক এবং মানসিক সক্ষমতা কমে যাওয়াকে মাতলামো বা মদ্যপ অবস্থা বলা হয়।“
অভিযুক্তর তরফে আইনজীবী আদালতে সওয়াল করেছেন, “এক অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশ তাঁর মক্কেলকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু আইটি প্যারেডে তাঁর মক্কেল অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি। তাই পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।“