এনএফবি,কোচবিহারঃ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত জননেতা কমল গুহের ৯৫ তম জন্মবার্ষিকী উদাযাপিত হল কোচবিহারে। আজ দিনহাটা শহরের শহীদ কর্নারে কমল গুহের প্রতিকৃতিতে মাল্যদান করল কমলপুত্র তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়াও দিনহাটা পাঁচমাথা মোড়ে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে কমল গুহের জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, পূর্ব লোকাল সম্পাদক বিকাশ মন্ডল, জেলা কমিটির সদস্য শ্যামল ধর, দিনহাটা শহর লোকাল সম্পাদক অমিত মিত্র, প্রদীপ বোস, কালি প্রসাদ দত্ত সহ বিশিষ্ট নেতৃত্বরা। এছাড়াও কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে কমল গুহের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ যাত্রী সুরক্ষায় অত্যাধুনিক রেক সিকিম-মহানন্দা এক্সপ্রেসে