অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলির ওয়ান ডে ক্যাপ্টেন্সি যাওয়াতে যত বিতর্ক হোক না কেন, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন বিরাটের সঙ্গে কোনো বিতর্ক নেই। সৌরভ এদিন এক সাক্ষাৎকারে বলেন, “দল নির্বাচনের পরে বিরাটের সঙ্গে কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে মনে হল, কোথাও কোনও সমস্যা নেই। সব কিছু ঠিক আছে। এটা মোটামুটি নিশ্চিত ছিল, সাদা বলের ক্রিকেটে আমরা দু’জন ভিন্ন অধিনায়ক রাখব না। সেই কারণেই রোহিতকে এক দিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই হত।’’