অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিতর্কতে এবারে মুখ খুললেন ভারতকে প্রথমবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। এদিন এক সাক্ষাৎকারে কপিল বলেন,”এই মুহূর্তে দাঁড়িয়ে কোহলির কারোর দিকে আঙুল তোলা উচিত নয়। দক্ষিণ আফ্রিকা সফর আসছে, ও সে দিকেই মনোযোগ দিক। আমি বলবো বোর্ডের সভাপতি কিন্তু বোর্ডের সভাপতিই হন, যদিও ভারতীয় ক্রিকেটে অধিনায়ক একটা বড় ব্যাপার। প্রকাশ্যে একে-অপরের বিষয়ে খারাপ কথা বলা একেবারেই ভাল কথা নয়। সেটা সৌরভ হোক বা কোহলি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেশের ব্যাপারে ভাবা উচিত। যা ভুল তা প্রকাশ্যে আসবেই। কিন্তু সফরের আগে বিতর্ক ঠিক নয়।”