কোভিড বিধি মেনে কৃষকসভার সম্মেলন জটেশ্বরে

এনএফবি,আলিপুরদুয়ারঃ

পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার জটেশ্বর এক নম্বর অঞ্চল কমিটির ১২ তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর সিপিআইএম দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই অঞ্চল সম্মেলনের। এদিন সংগঠনের পতাকা উত্তরণ ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। পতাকা উত্তরণ করেন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক আতিউল হক। এদিন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য ক্ষিতিশ চন্দ্র রায় জানান,”সম্পূর্ণ কোভিড বিধি মেনে কৃষকসভার গণ সংগঠন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার অঞ্চল সম্মেলনের আয়োজন করা হয়েছে।”