অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
স্থগিত রাখা হল শনিবারের এটিকে মোহনবাগান বনাম ওডিশা এফসি ম্যাচটি। ম্যাচটি হওয়ার কথা ছিল শনিবার সন্ধ্যায় ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কয়েক দিন পরে এই ম্যাচটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তিত দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।
এটিকে মোহনবাগান শিবিরের এক ফুটবলার কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় লিগের মেডিক্যাল টিমের পরামর্শে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শে পরিস্থিতির ওপর নজর রাখার চেষ্টা করছেন লিগের ভারপ্রাপ্ত কর্তারা। যাতে লিগে অংশগ্রহণকারী সমস্ত দলের খেলোয়াড়রা ও সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তি শারীরিক ভাবে নিরাপদ থাকতে পারেন।