অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০০০ সালে ম্যাচ গড়াপেটা করে নির্বাসনে যান পাকিস্তানের সেলিম মালিক। আর এই মালিক, তারকা অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন। এমনটাই জানালেন ওয়ার্ন। এক সাক্ষাৎকারে ওয়ার্ন জানান,১৯৯৪ সালে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে গিয়েছিল টেস্ট সিরিজ খেলতে। প্রথম টেস্ট ছিল করাচিতে। সেই টেস্ট চলাকালীন একদিন পাকিস্তান অধিনায়ক মালিক ওয়ার্ন এবং টিম মে-কে ঘুষ দিতে চেয়েছিলেন। ওয়ার্ন বলেন, “মালিক বলেছিল ভাল খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় ও বলে, আমরা হারতে পারব না। তুমি জান না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কী হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ওই ম্যাচে পাকিস্তানের আম্পায়ার ছিল, যে ইনজামাম উল হককে অনেক বার আউট দেননি। আর সেলিমের মুখ দেখে ম্যাচ শেষে মনে হয় আমি টাকা না নিয়ে অন্যায় করেছি। আমি আর আমাদের অধিনায়ক মার্ক টেলর ম্যাচ শেষে ম্যাচ রেফারিকে ঘটনাটি জানায়।”