পুরানো ওয়ার্ডেই প্রার্থী ৭৮ জন বিদায়ী কাউন্সিলর

mamta banerjee

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুরসভা নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে এক সাংসদ-সহ ছয় জন বিধায়ক, যার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রীও। প্রার্থী তালিকা থেকে বাদ ৩৯ জন বিদায়ী কাউন্সিলর। বিদায়ী পুরসভায় তৃণমূলের ১২৬ জন কাউন্সিলর ছিল, তারমধ্যে ৮৭ জন এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। যার মধ্যে ৭৮ জন বিদায়ী কাউন্সিলর তাঁদের আগের আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিন বিকেলে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রায় দু’ঘন্টার সাংগঠনিক বৈঠক করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিনের সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সুব্রত বক্সি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এবারের প্রার্থী তালিকায় মহিলা, যুব সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রার্থী তালিকায় মোট প্রার্থীর ৫৫ শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ নারী। তারমধ্যে ২৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী ,যার মধ্যে দু’জন খৃস্টান। তফসিলি জাতিভুক্ত প্রার্থীর সংখ্যা ১৯ জন।

প্রকাশিত প্রার্থী তালিকা থেকে জানা গেছে, ১১ নং ওয়ার্ডে প্রার্থী কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ, ৮২ নং ওয়ার্ডের প্রার্থী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ৮৮ নং ওয়ার্ডের প্রার্থী সাংসদ মালা রায়, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ৯৭ ওয়ার্ডের প্রার্থী। ১৩১ নং ওয়ার্ডের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। সদ্যপ্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ভাগ্নি তনিমা চট্টোপাধ্যায় ৬৮ নং ওয়ার্ডের প্রার্থী। এদিনের সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় জানান, ” মেয়র মুখ করে তৃনমূল লড়াই করবে না, ভোটের ফলাফলের পরেই মেয়র নির্বাচিত হবেন।”

তৃণমূল কংগ্রেস এর প্রার্থী তালিকা