এনএফবি, মুর্শিদাবাদঃ
করোনার নয়া প্রজাতি ওমিক্রনের থাবা এবার এ রাজ্যেও। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা সাত বছর বয়সী এক শিশুর দেহে মিলেছে নতুন এই ভ্যারিয়েন্টের খোঁজ।
বুধবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা.সন্দীপ স্যানাল জানান, ১০ ডিসেম্বর রাতে আবুধাবি থেকে হায়দারাবাদ পৌঁছায় আক্রান্ত শিশুটি সেখান থেকে পারিবারিক গাড়িতে করে পরিবারের সাথে মুর্শিদাবাদ ফেরে সে।
একইসাথে ডা. সন্দীপ জানান, আক্রান্ত শিশুটির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তিনি ফোন মারফৎ পাওয়া তথ্য সংবাদমাধ্যমকে জানান। সেইসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকক আরও জানান যে, পাওয়া খবর অনুযায়ী শিশুটি বর্তমানে মালদহের কালিয়াচকে আছে তার বাবা ফরাক্কার বেনিয়াগ্রামে আছে।