এনএফবি, মুর্শিদাবাদঃ
বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শনিবারের দিন বর্ধিত সভার আয়োজন করা হল তৃণমূল কংগ্রেসের ডাকে। মূলত দলকে মজবুত ও শক্তিশালী করবার উদ্দেশ্যে জেলার সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি, জনপ্রতিনিধি, টাউন সভাপতি ও জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তাদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। মূলত পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় নেতৃত্বের কাছে অভাব-অভিযোগ শুনে সেগুলি মেটানোর চেষ্টা এবং দলকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই নিয়েই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওয়ানী সিংহ রায়।