অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
কন্যা ভূমিকার জন্মদিনের দিন ৯৯তম টেস্টে খেলতে নামবেন বলে জানিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তবে এখনও পুরো ফিট না হওয়ায় খেলতে পারবেন না মহম্মদ সিরাজ। নিজের ব্যাটে দুই বছরের ওপরে শতরান নেই তবে এই বিষয় নিয়ে চিন্তিত নন বিরাট কোহলি। কেপটাউনে নামার আগে কোহলি জানান,”এটাই প্রথমবার নয়। আগেও আমি এই ফর্মের মধ্যে দিয়ে গিয়েছি। এটাই বাস্তব। পৃথিবী আমাকে যেভাবে দেখে, আমি নিজেকে সেভাবে দেখি না। আমিই আমার স্ট্যান্ডার্ড তৈরি করেছি। সেই মর্মেই আমার তুলনা হয়। সবার চেয়ে বেশি আমার নিজের গর্ব হয়, দলের জন্য কিছু করতে পারলে। খেলার মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়, যা আমরা চাই না। কিন্তু আমি এটা উপলব্ধি করেছি যে, গতবছর আমার কেরিয়ারে ব্যাটার হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেগুলো আমার মাথায় আছে। মাঝে মধ্যে আমাদের ফোকাল পয়েন্ট বদলে যায়। বাকিরা যেভাবে আমাকে দেখছে, সেভাবে আমি নিজেকে দেখলে আমি নম্বর দিয়ে কখনই খুশি হব না। আমার চিন্তা করার কোনও কারণ নেই। আমি বিশ্বাস করি কাউকে কিছু প্রমাণ করার নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট না খেলার জন্য নিজেকে প্রায় দোষী মনে হচ্ছিল।”