অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিসিসিআই সভাপতি অর্থাৎ তার বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে এনসিএতে রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচিং ইনিংস শুরু করলেন ভিভিএস লক্ষ্মণ। এদিন টুইটারে নিজেই সেই কথা লিখেছেন ভিভিএস। লক্ষ্মণ জানান “এনসিএ-তে প্রথম দিন। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য অপেক্ষা করছি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কাজ করাই এখন লক্ষ্য।” লক্ষ্মণের এই নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছেন ইরফান পাঠান। এনসিএ-র দায়িত্ব নেওয়ার জন্য একাধিক কাজ ছেড়ে দিয়েছেন লক্ষ্মণ। ধারাভাষ্যের কাজের পাশাপাশি ছেড়েছেন সিএবি-র ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব। তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন সৌরভ।