এনএফবি, কলকাতাঃ
কনকনে ঠান্ডায় বড়দিন উদযাপনের সম্ভাবনা ক্ষীণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাজ্যের তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তরের হাওয়া। আবার একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।
মহানগরে আজ তাপমাত্রা বাড়বে। যিশুদিবসে কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তাই ঠান্ডার আমেজ থাকলেও কাঁপুনি উধাও। শুক্রবার শহরে পারদ নেমেছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কাল পরশুতে পারদ আরও উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ টপকে ১৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা।