স্বামীর জন্মদিন পালনে দুঃস্থ শিশুদের খাবার বিতরণ স্ত্রী’র

স্বামীর জন্মদিন

এনএফবি, মুর্শিদাবাদঃ

স্বামীর জন্মদিন জাঁকজমক ভাবে উদযাপন না করে দুঃস্থ শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়ে দিনটিকে পালন করলেন ভগবানগোলার বাসিন্দা দিয়া। ভগবানগোলার বাসিন্দা দিয়া তার স্বামীর জন্মদিনের আনন্দ ভাগ করে নেয় বহরমপুর ট্রেকার স্ট্যান্ডের পাশের আদিবাসী পরিবারের বাচ্চাদের সাথে। দিয়া বলে, “আমরা তো নিজেদের জন্মদিন উদযাপন করতে কোনো কমতি রাখিনা, কিন্তু এই অসহায় দুঃস্থ শিশুদের সেইরকম ব্যবস্থা নেই। আমরা বাড়িতে প্রতিদিন ভালো খাবার খায়, আজ না হয় এই অসহায় দুঃস্থ শিশুদের মুখেও একটু ভালো খাবার তুলে দিলাম।” অন্যদিকে নিজের জন্মদিনে স্ত্রীর কাছ থেকে এইরকম উপহার পেয়ে খুশি স্বামী রাশিন। তিনি বলেন, “অনেক জন্মদিন এর আগে বাড়িতে উদযাপন করেছি, বন্ধু পরিবারের সঙ্গে। কিনতু এই বারের জন্মদিন উদযাপন মনে রাখার মতন।” তিনি বলেন, “খুশি ভাগ করে নিলে খুশি বাড়ে। তাই কিছুটা খুশি নাহয় আজ আমরাও ভাগ করে নিলাম এই অসহায় শিশুদের মধ্যে।