নিউজিল্যান্ড দলে নেই উইলিয়ামসন

KEN

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা,আজিঙ্ক রাহানেরা চোটের জন্য মুম্বই টেস্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন। এবার নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনও মুম্বই টেস্ট থেকে বাদ পড়লেন চোটের জন্য। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে মুম্বই টেস্ট শুরুর ঠিক আগে বিজ্ঞপ্তি জারি করে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা জানানো হয়। বাঁ-কনুইয়ের চোটের জন্যই মাঠের বাইরে থাকতে হবে উইলিয়ামসনকে। নিউজিল্যান্ড কোচ গ্যারি সোশ্যাল মিডিয়ার ভিডিও বার্তায় উইলিয়ামসনের চোট নিয়ে আপডেট দেন। এদিন উইলিয়ামসনকে মাঠে নেমে বেশ উদ্বিগ্ন দেখায়। তার জায়গায় কিউই ওপেনার টম ল্যাথাম দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন।