এনএফবি, নিউজ ডেস্কঃ
ওমিক্রনের চোখ রাঙানিতে দিল্লিতে জারি হল হলুদ সতর্কতা। কঠোর হল বিধিনিষেধ। বন্ধ স্কুল-কলেজ। বুধবার থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ করে দেওয়া হল কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, স্পা, ম্যারেজ হল, ব্যাঙ্কোয়েটও। তবে সেলুন বা বিউটি পার্লার খোলা থাকবে। এছাড়া ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস-মেট্রো-অটো চলাচল করবে। বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ হাজিরা নীতি মানতে হবে। আসন সংখ্যার ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে। পানশালা খুলবে বেলা ১২টা থেকে। শপিংমল-সহ অনান্য দোকানগুলির ক্ষেত্রে জোড় বিজোড় নিয়ম মেনে খুলতে হবে। বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু ঘোষণা করা হয়েছে।
Night curfew in Delhi from 10 pm to 5 am as yellow alert sounded under GRAP in view of rising COVID-19 cases
— Press Trust of India (@PTI_News) December 28, 2021