এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
সাত সকালে বাড়ির সামনে খাল থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের চাঁদিবেনিয়া গ্রামে।
জানা গিয়েছে, ওই মৃত বিজেপি কর্মীর নাম কৃষ্ণ পাত্র,বয়স আনুমানিক ৪০ বছর । বুধবার বাড়ির কিছুটা দূরে খাল থেকে উদ্ধার করা হয় তার দেহ। মৃত ব্যক্তির হাতে রক্ত ক্ষরণের চিহ্ন রয়েছে। তবে এই ঘটনা দলীয় রোষে খুন না পারিবারিক বিবাদের জেরে ঘটনা তা তদন্ত করে দেখছে ময়না থানার পুলিশ। সকালেই খবর পেয়ে ময়না থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত কৃষ্ণের স্ত্রী ও এক ভাইকে ময়না থানায় নিয়ে আসে। দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা।