এনএফবি,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত মল্লিকপুর পুকুর পাড়ের একটি ঝোপ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গিয়েছে সোমবার দুপুর থেকে রাজকুমার দাস নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিল, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে এলাকার কিছু গোপালক গবাদিপশু চড়াতে গিয়ে রাজকুমার দাসকে মল্লিকপুর পুকুর পাড়ের একটি ঝোপে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ৫৮ বছর বয়সী রাজকুমার দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গোপালকরা তার পরিবারে খবর দেয়। রাজকুমার দাসকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা রাজকুমার দাসকে মৃত বলে ঘোষণা করে। ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাজকুমার দাসের মৃত্যু নিশ্চিত হবার পর ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত রাজকুমার দাসের পরিবারের সদস্যদের অনুমান, রাজকুমার দাস দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আর সেই মানসিক অবসাদের জেরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।