এনএফবি, কোচবিহারঃ
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদীঘিতে।জানা গেছে, এদিন ওই দেহ স্থানীয় লোকজন সাগরদীঘিতে ভাসতে দেখে।পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সুত্রে জানা গেছে, সাগরদীঘি থেকে একটি অজ্ঞাত পরিচয়ের দেহ পাওয়া গেছে। পরে তা উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে কিছু নেশারদ্রব্য পাওয়া যায়। তবে ওই ব্যক্তির পরিচয় জানার জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ঠিক গত বছর সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে একজন সিভিক ভলেন্টিয়ার সাগরদীঘিতে সাঁতার কাটতে নামে তার কিছুক্ষণ পরেই ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ ভেসে ওঠে। একের পর এক ঘটনায় আতঙ্কিত সাগরদীঘি চত্বরের লোকজনরা।