বর্ণবিদ্বেষ ইস্যুতে মুখ খুললেন বোল্ট

BOLT

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বর্ণবিদ্বেষ অভিযোগে জেরবার গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ক্রীড়া দুনিয়াও। আর এবারে এই ইস্যুতে মুখ খুললেন স্পিড ষ্টার উসেইন বোল্টও। এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, গায়ের রং-টা পার্থক্য গড়ে দেয়। আমাকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। তবে আমি সব সময়ে পজিটিভ থাকার চেষ্টা করি। এটা সত্যি বড় সমস্যা। আমি মনে করি, সকলের এই বিষয়ে মুখ খোলা উচিত। আমরা এই বিষয়টি নিয়ে কী ভাবছি, সেটা সকলকে জানানো উচিত। আর ক্রীড়াজগতের মাধ্যমে এর প্রতিবাদ করলে, বড় প্রভাব পড়বে। তাই এই বিষয়টি বন্ধ করতে ক্রীড়াবিদদের এগিয়ে আসা উচিত। এরপরে বোল্ট বলেন, বর্ণ বিদ্বেষ ডোপিং যতদিন না যাবে ততদিন ক্রীড়া বিশ্ব সমস্যায় থাকবে। অলিম্পিকে রেকর্ড পদক প্রাপক আথেলিট এবারে টোকিও অলিম্পিকের আগেই অবসর নেন।