গালিগালাজের প্রতিবাদীর বাড়িতে বোমা, আহত ৪

এনএফবি, মুর্শিদাবাদ:

গালিগালাজের প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে চড়াও হয়ে বোমাবাজি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের ইছাখালি গ্রামে।

নিজস্ব চিত্র

জানা গেছে, বেশ কয়েকজন যুবক মদ খেয়ে রাস্তা দিয়ে গালিগালাজ করতে করতে যাচ্ছিল আর সেই ঘটনার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে চড়াও হয়ে বোমাবাজি শুরু করে। অভিযুক্ত যুবকরা তৃণমূল সমর্থক বলে দাবি স্থানীয়দের।
বোমাবাজির ঘটনায় দু’জন পুরুষ এবং দু’জন মহিলা আহত হন। আহত চারজনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজন মহিলার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।