এনএফবি,কোচবিহারঃ
পুরসভা নির্বাচনের আগে ফের দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বিজেপি নেতা অজয় রায়ের স্ত্রী বীথিকা রায় অভিযোগ করে বলেন, এদিন দুপুর নাগাদ বিধায়ক উদয়ন গুহর কিছু লোক এসে বাড়িতে হামলা চালায়। সিসিটিভি ভাঙচুর করে চলে যায়। ওই দুষ্কৃতী বাহিনী আবার সন্ধ্যে ৭:৩০ নাগাদ ফের তার বাড়ির সামনে এসে বোমা ফেলে দিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে দিনহাটা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় ।
পাশাপাশি তিনি আরও বলেন, তার স্বামী অজয় রায় যাতে দিনহাটায় ঢুকতে না পারে সেই জন্যই তারা এসব করছে। শুধু তাই নয় বিজেপি করার জন্যেও তারা এসব করছে বলে তিনি জানান।
এদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেন উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, নিজেরাই এই ঘটনা করে তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপাচ্ছে। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়।
প্রসঙ্গত, ২০২১ শের সাধারণ বিধানসভা নির্বাচনের পর ৬ ই মে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি নেতা অজয় রায় ও তার অনুগামীদের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয় উদয়ন গুহর ডান হাত। এই ঘটনার পর থেকেই দীর্ঘ কয়েকমাস পলাতক থাকেন দিনহাটার প্রাক্তন তৃণমূল যুব নেতা তথা বর্তমান বিজেপি নেতা অজয় রায়। সম্প্রতি তিনি জামিন পান বলে জানা গেছে। কিছুদিন আগেই অজয় রায়ের খোঁজে বাবুপাড়া এলাকায় তার বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন।
সেই রেশ কাটিয়ে এবার তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে তার বাড়িতে বোমাবাজি চালানোর অভিযোগ সামনে এল।
ইতিমধ্যেই গোটা ঘটনাটি সম্পর্কে লিখিত ভাবে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ গুলিও পুলিশের কাছে জমা দিয়েছেন অজয় রায়ের পরিবারের লোকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।