বোলিং কোচ ঝুলন
অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
জল্পনা সত্যি করে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের বোলিং কোচ নিযুক্ত হলেন ঝুলন গোস্বামী। পাশাপাশি মেন্টরের দায়িত্বও পালন করবেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া পেসার। দলের হেড কোচের ভূমিকায় দেখা যাবেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন দেবিকা পালশিকর।
মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি বলেছেন, “মেয়েদের ক্রিকেটের জন্য দুর্দান্ত সময় চলছে। অনেক মহিলা ক্রিকেটার উঠে আসছেন। পাশাপাশি, কোচ, প্রশাসক ও সাপোর্ট স্টাফ হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মহিলারা। গোটা মুম্বই ইন্ডিয়ান্স একটি পরিবার। সেই পরিবারে আমরা সকলে সকলকে সবরকমভাবে সাহায্য করব।”

উল্লেখ্য, এডওয়ার্ডস ও ঝুলন দু’জনেরই সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, পালশিকর ইতিমিধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভেলোসিটিকে কোচিং করিয়েছেন।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।